প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২৩:৫১

কাজিপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
কাজিপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি কাজিপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে এদিন কাজিপুর স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌর মেয়র ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারসহ সংগঠনটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। 

দিবসটি উপলক্ষ্যে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত প্রমুখ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে