প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ০০:৪৮

আর্জেণ্টিনা ও ব্রাজিল এর পতাকায় তোরণ তৈরী করে উচ্ছাস

বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
আর্জেণ্টিনা ও ব্রাজিল এর পতাকায় তোরণ তৈরী করে উচ্ছাস
বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলার পল্লীতে আর্জেণ্টিনা ও ব্রাজিল সমর্থকদের উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে। আগামী ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলার এখনও প্রায় ১৪ দিন দিন বাকি রয়েছে। এরই মধ্যে দুপচাঁচিয়া উপজেলার পার্শ্ববর্তী কাহালুর নওদাপাড়ার গ্রামের বেশ কিছু ক্রীড়ামোদী তরুন তাদের স্বস্ব সমর্থিত দেশের পতাকা টাঙ্গিয়ে নিজেদের সমর্থনের কথা প্রকাশ করছে। দুপচাঁচিয়া ও কাহালু উপজেলার পাশদিয়ে নাগর নদ প্রবাহিত হয়েছে। কাহালুর নওদাপাড়া গ্রাম সংলগ্ন নাগর নদের উপর একটি ব্রীজ রয়েছে। ব্রীজের পূর্ব পার্শ্বে কাহালুর নওদাপাড়া গ্রাম ও পশ্চিম পার্শ্বে দুপচাঁচিয়া উপজেলার লাফাপাড়া মহল্লা। ব্রীজের পূর্ব পার্শ্বে ব্রাজিল সমর্থকরা ব্রাজিলের পতাকা দিয়ে একটি বিশাল তোরণ তৈরী ও ব্রীজের অর্ধেক অংশ পর্যন্ত ব্রাজিলের পতাকা টাঙ্গিয়েছেন। পশ্চিম পার্শ্বে ওই গ্রামের আর্জেণ্টিনার সমর্থকরাও আর্জেণ্টিনার পতাকায় তোরণ নির্মাণসহ ব্রীজের বাকি অর্ধেক অংশ জুড়ে পতাকা টাঙ্গিয়েছেন। বিশ্বকাপে ফুটবল খেলা উপলক্ষে পতাকায় সমন্বিত এ ব্রীজটি এলাকা তথা আশপাশের ক্রীড়ামোদী দর্শকদের নজর কেড়েছেন। এ গ্রামের আর্জেণ্টিনার সমর্থক সিহাব হোসেন, আশিক ও মহব্বতসহ অনেকেই জানান, আর্জেণ্টিনার ফুটবল খেলা তাদের খুব ভালো লাগে। কেননা এঙ্গেল ডি মারিয়া, লিউরেন মেসি, পাওলো ডিবালা এর মতো নামী দামী খেলোয়াড় থাকায় তাদের বিশ্বাস এবার আর্জেণ্টিনা বিশ্বকাপে জয়ী হবে। অপর দিকে ব্রাজিল সমর্থক আরিফ হাসান আকাশ, রিমন, মিঠুন, এখলাছ, ছোটন কবিরাজ ও মানিক জানান, যে দলে নেইমার, ক্যাশ্মিরো ও সিলভার মতো খেলোয়ার রয়েছে এবং তাদের খেলাও অন্যদের চেয়ে অনেক ভালো। তাই তারা আশা করছেন ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে জয়ী হবে। এ কারণেরই তারা ব্রাজিলের পতাকা টাঙ্গিয়েছেন। তবে দু’দেশের পতাকার তোরণের উপর বাংলাদেশের পতাকাটিও রয়েছে। ব্রীজের পশ্চিম পাশে তোরণ সংলগ্ন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার লাফাপাড়া মহল্লা। ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর সাবু প্রামানিক বলেন, বিশ্বকাপ খেলা নিয়ে আনন্দ, উচ্ছাস করা ভালো। কিন্তু তা যেন উন্মাদনায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 
 
 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
উপরে