প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ২২:২১

শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের 
ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

বগুড়া শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সাবেক কমিটির অভিভাবক সদস্য আব্দুল মোমিন উপজেলা নির্বাহী অফিসার বরাবর গঠিত অবৈধ পকেট কমিটি বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পর প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেন কোন সাধারণ সভা আহ্বান না করে এবং কোন বিজ্ঞপ্তি না দিয়ে নিজেই মনগড়াভাবে গোপনে পকেট কমিটি গঠন করেছেন। শুধু তাই নয় বিদ্যালয় পরিচালনা ও সকল কর্মকান্ডে প্রধান শিক্ষক কাউকে তোয়াক্কা না করে নিজেই সবকিছু করে থাকেন। তিনি নিজেকে আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে দাপুটে প্রধান শিক্ষক হিসেবে জাহির করতে মরিয়া হয়ে উঠেছেন। প্রধান শিক্ষকের এধরনের হটকারীমূলক কর্মকান্ড বন্ধ ও অবৈধ কমিটি বাতিলের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওই অভিভাবক সহ অন্যান্য অভিভাবকরা। অভিযুক্ত প্রধান শিক্ষক খন্দকার ওয়াদুদ হোসেন বলেন, আমি কমিটি করেছি, তদন্তে কমিটি বাতিল হলে হয়ে যাবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ জানান, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন বলেন অভিযোগের অনুলিপি পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে