প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২২ ২২:২৭

শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠিত

‘দূর্যোগ দূর্ঘটনা হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধনে যান্ত্রিক র‌্যালী এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয় চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেরপুর ফায়ার স্টেশন অফিসার ও অয়্যার হাউজ পরিদর্শক মোঃ নাদির হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। এছাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রায়হান পিএএ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস এম রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, আগত অতিথি ও উপস্থিতিদের মাঝে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইকুইপমেন্ট বিষয়ক ধারণা প্রদান শেষে জনসচেতনামুলক অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে