প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২২ ০১:১৩

বগুড়ায় আমরা কজন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আমরা কজন
 শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব

বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিটে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে বগুড়ায় আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্ন উৎসব কাটি ধান আয়রে সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসবে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী শিশুদের মুখে চিড়া, মলা, মুড়ি, মুড়কি, মোয়া, খৈই, শীতের পিঠা তুলে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম খাবার অন্যকে খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পাবন এ যেন  হৃদয়ে বন্ধনকে আরো গারো করার উৎসব। নবান্ন কথন পর্বে অংশগ্রহণ করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লতা পারভিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, সহকারী পরিচালক জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়া কৃষ্ণ কুমার শীল, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস প্রমুখ। নবান্ন উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায়  আমরা ক'জন  শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজো গানের সঙ্গে দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অনুষ্ঠান শেষে নবান্নর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে