প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২ ০০:২৫

বগুড়ায় নবান্ন উৎসবের পুরস্কার বিতরণ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নবান্ন উৎসবের
পুরস্কার বিতরণ

বগুড়া শিশু নাট্যদলের উদ্যোগে বগুড়া পৌরপার্কের রোমেনা আফাজ মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী ৮ম নবান্ন উৎসব শেষ হয়েছে। শনিবার শেষ দিনে বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা জি এম সাকলায়েন বিটুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল পরিষদের সভাপতি এড. মনতেজার রহমান মন্টু। অতিথিবৃন্দ দুই দিনব্যাপী উৎসবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও অন্যান্য সকল অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এদিকে উৎসবের দ্বিতীয় দিনের সকালে শিশু-কিশোরদের ছবি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বিকেলে ছেলেদের মোরগ লড়াই ও কাবাডি খেলা এবং কুঁড়ি’র শিশু-কিশোরদের কবিতাপাঠ। সন্ধ্যায় ক্রিয়েটিভ কালচারাল একাডেমি ও বগুড়া শিশু নাট্যদলের শিশুরা নৃত্য পরিবেশন করে এবং সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নজরুল ইসলাম ও জাহাঙ্গীর মাহমুদ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে