প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২২ ০১:২৫

শাজাহানপুরে গোহাইল উচ্চ বিদ্যালয় ও কলেজের গাছ বিক্রির অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে গোহাইল উচ্চ বিদ্যালয় 
ও কলেজের গাছ বিক্রির অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬টি গাছ চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি গতকাল রোববার বগুড়া জেলা প্রশাসক ও শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছেন। 
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও অধ্যক্ষ পরস্পর যোগসাজসে কাউকে কিছু না জানিয়ে গত শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে ৬টি গাছ বিক্রি করেছে। এতে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভোর সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় অবৈধ ভাবে গাছ বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অভিযোগকারি দাবি জানিয়েছেন। তবে কাউকে কিছু না জানিয়েছে গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন জানিয়েছেন, পুকুর পাড়ে থাকা ৬টি গাছ কয়েক বছর আগে মারা গিয়েছিল। এর মধ্যে ৪টি শিশু গাছ এবং ২টি বেলজিয়াম গাছ। মরা গাছের ডালপালা প্রায়ই ভেঙ্গে পড়ায় শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এমতাবস্থায় গত জুলাই মাসে গভর্নিং বডির এক সভায় মরা গাছগুলো অপসারণের সিদ্ধান্ত নেয়া হয় এবং এমপিও বিহীন পরিচ্ছন্নতা কর্মি আবু তালেবকে অপসারণের দায়িত্ব দেওয়া হয়। সে মোতাবেক গাছগুলো অপসারণ করা হয়েছে। গভর্নিং বডির সভাপতি জানিয়েছেন, প্রতিষ্ঠানের স্বার্থে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক মরা গাছ অপসারণ করা হয়েছে। কোন অনিয়ম করা হয়নি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে