প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২২ ২১:৪৮

নন্দীগ্রামে প্রধান শিক্ষককে হুমকি-ধামকি থানায় অভিযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
নন্দীগ্রামে প্রধান শিক্ষককে হুমকি-ধামকি থানায় অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে প্রধান শিক্ষককে ভয়ভীতি সহ নানা কারণে থানায় অভিযোগ করা হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায় যে, উপজেলার নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহানারা খাতুন (মিরা) কে একই গ্রামের মোঃ শাহিরুল ইসলাম, মরশিদুল বারী, ইব্রাহিম হোসেন, উজ্জল হোসেন, উক্ত প্রধান শিক্ষকের নিকট বিভিন্ন কিছু অন্যায় দাবী করে । তাদের দাবি না মানীলে গত (৬ই ডিসেম্বর) বিদ্যালয়ের সামনে এসে তাকে গালিগালাজ সহ নানা ধরণের হুমকি-ধামকি দেয়। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন মিরা জানান যে, উল্লেখিত তারিখে বিদ্যালয়ের  ৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান চলাকালে শাহিরুল ইসলাম এসে গালিগালাজ, জুতা পেটাসহ নানা ধরণের  হুমকি ধামকি দেয়। এ বিষয়ে সাহিরুল জানান যে, আমি শিক্ষককে কোন ধরণের হুমকি-ধামকি দেই নাই, সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। জানতে চাইলে একই গ্রামের আকবর, মান্নান, বাদশা, মহসিন, বারিক জানান, এধরণের কোন ঘটনা তাদের জানা নাই। অপরদিকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে