প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ০১:৩২

শিবগঞ্জে ভ্রাম্যামান আদালতে ২ ঔষধ ব্যবসায়ীর জরিমানা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে ভ্রাম্যামান আদালতে
২ ঔষধ ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে ২ ঔষধ ব্যবসায়ির জরিমানা আদায় করেছেন। 
সোমবার উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে গুজিয়া বন্দরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা জানান, মানব দেহের জন্য ক্ষতিকর ও স্বাস্থের প্রতি হুমকী মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৫১ ধারায় শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া বন্দরের মানুষের চিকিৎসার ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ বিক্রেতা উপজেলার বড় হরিপুর গ্রামের জাকিরুল ইসলামের ছেলে কাউছার আলী ও  নয়আয়া গ্রামের নাজমুল হুদার ছেলে রিজুনুল হুদা ২ ঔষধ ব্যবসায়ীর ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে