প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২৩ ২৩:২০

গাবতলীতে ভূমি উন্নয়ন কর আদায়ে বিভিন্ন ইটভাটায় ইউএনও’র অভিযান

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
গাবতলীতে ভূমি উন্নয়ন কর আদায়ে 
বিভিন্ন ইটভাটায় ইউএনও’র অভিযান

বগুড়ার গাবতলীতে ভূমি উন্নয়ন কর আদয়ে গতকাল বুধবার বিকেলে মহিষাবান ইউনিয়নে এমবিএম ব্রিকস্ নামের একটি ইটভাটাসহ বেশ কয়েকটি ইটভাটায় হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিম হোসেন। 
জানা গেছে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরিহাট এলাকায় আঞ্চলিক সড়কের পার্শ্বে কৃষি জমিতে গত কয়েক বছর পূর্বে গড়ে ওঠে এমবিএম ব্রিকস্ নামের একটি ইটভাটা। এছাড়াও এর আশপাশে মোল্লা ইটভাটা, এফ.জেড.বি ব্রিকস্সহ বেশ কয়েকটি ইটভাটা অনেকটাই ঘরের মতো নির্মিত হয়েছে। এই ইটভাটাগুলো দীর্ঘ কয়েক বছর হলে সরকারী ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন না। গতকাল ওই ইটভাটা গুলোতে ভূমি উন্নয়ন কর আদায় করার জন্য হাজির হয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান। পরে সরেজমিনে ইটভাটাগুলো চৌহদ্দি মেপে ভূমি উন্নয়ন কর আদায় করেন। যারা সঙ্গে সঙ্গে কর পরিশোধ করতে পারেনি তাদের এই কর পরিশোধের তাগাদা দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, এই ইটভাটাগুলো দীর্ঘদিন থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছিল না। আগে ইটভাটার সীমানা কম দেখিয়ে ভূমি উন্নয়ন কর দিয়েছেন। কিন্তু সরেজমিনে মেপে দেখা গেলো ইটভাটার সীমানা তার চেয়ে অনেকটাই বেশী। এজন্যই ভাটাগুলোতে যাওয়া হচ্ছে সঠিকভাবে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে