প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ২২:৫৯

শিবগঞ্জে দুস্কৃতিদের হামলায় একই পরিবারের ৩ জন আহত থানায় মামলা ১ জন আটক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে দুস্কৃতিদের হামলায় একই পরিবারের
৩ জন আহত থানায় মামলা ১ জন আটক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের চর বাকড়া গ্রামের জমিজমার বিরোধে ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হলেন রাজিয়ার বাবা আব্দুল জলিল ফকির, মা মাহমুদা বিবি, ভাই মাহবুবুর রহমান। এঘটনায় আহতদের পরিবারের সদস্য রাজিয়া সুলতানা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।  
মামলা সূত্রে জানা যায়, আব্দুল জলিল তার বসত বাড়ীতে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসিতেছে। এলাকার প্রভাবশালী জোরপূর্বক তাদের ভোগদখলীয় জায়গা দিয়ে বাড়ীতে যাওয়ার জায়গা ভরাট করে জোরপূর্বক নতুন রাস্তা নির্মান করতে শুরু করে তারা বাঁধা দিলে  আহসান হাবিব, আক্তারুল এবং আসিফ মিয়া, পূর্ব পরিকল্পিত ভাবে তাদের দোসর রেজাউল করিম, শহিদুল ইসলাম, হালিমা বেগম, সিদ্দিকা বেগম পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এলোপাথারী হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। তাদেরকে আশঙ্কাজনক আবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কা জনক। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। মামলার এজাহার ভুক্ত আসামী আখতারুলকে আটক করে জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আকট করতে পুলিশ তৎপর রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে