প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৩ ২২:৪২

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্রাকসহ ১৯৬ বস্তা চোড়াই লবন উদ্ধার ॥ আটক ১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্রাকসহ 
১৯৬ বস্তা চোড়াই লবন উদ্ধার ॥ আটক ১

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ১৯৬ বস্তা চোড়াই লবন উদ্ধার এবং বহনকৃত ট্রাক জব্দ করে, এঘটনায় ০১ জনকে আটক করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলমের নির্দেশনায় শিবগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক বেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুড়িগঞ্জ বাজারস্থ আলমের দোকান হতে এ লবন ও বহনকারী ট্রাকটি জব্দ করে। এঘটনায় ট্রাকের মালিক আইনুল ইসলাম বাদী হয়ে ট্রাকচালক-হেল্পারসহ ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম মাঝিরঘাট এলাকা হতে ট্রাকটিতে ১৯৬ বস্তায় সাড়ে ১৪ টন লবন, যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা বোঝায় করে বগুড়ার শেরপুর থানাধীন কোয়ালিটি ফিড মিলের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে ট্রাকচালক ও সহযোগীর যোগসাজসে অসৎ উদ্দেশ্যে লবনগুলি বুড়িগঞ্জ বন্দরের ব্যবসায়ী ওহাব প্রাং, রশিদ, জাবেদ আকন্দ ও আল ফকিরের গুদাম ঘরে খালাস করে। শিবগঞ্জ থানা পুলিশ পরে লবনগুলি উদ্ধার করে ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিলহামলা গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে আলম ফকির ওরফে শাল্লা আলম কে আটক করে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামীদের আটক করতে পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে