অসাধু চক্র থেকে রক্ষা পেতে গাবতলীতে প্রশাসনের সহযোগিতা চেয়ে দুই ডিলারের সংবাদ সম্মেলন

কিছু অসাধু চক্রের অন্যায় দাবী থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে বগুড়া গাবতলীর সুখানপুকুর বাজারের দুই বিএডিসি’র সার ডিলার আব্দুর রশিদ ও পরিমল চন্দ্র সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শুক্রবার বিকেলে গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিলার আব্দুর রশিদ ও পরিমল চন্দ্র। তারা সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন থেকে বিএডিসি’র বরাদ্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি করে আসছেন। কিন্তু সুখানপুকুর এলাকার মোজাহার আলীর নেতৃত্বে তার ছেলে রুহিন, হিটলুর সহযোগী সিরাজুল ইসলামসহ কতিপয় ব্যক্তি ডিলারদের উপর প্রভাব খাটিয়ে সরকারী মূল্যে (এমওপি) পটাশ সার কিনে অন্যত্র বেশি দামে বিক্রি করা শুরু করেন। এরআগে মোজাহার আলী ও তার ছেলে হিটলু ডিলার আব্দুর রশিদের কাছ থেকে সার ক্রয় করে প্রায় ৮হাজার টাকা বকেয়া রেখেছে। কিন্তু বাকী টাকা চাইলে ডিলারদের ক্ষতি করবে বলে মোজাহার হুমকি দেন। বিষয়টি উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানকে জানালে তিনি শুধুমাত্র প্রকৃত কৃষকদের মাঝে সার বিক্রি করার নির্দেশ দেন। এরপর ডিলাররা বেশি সার দেয়া বন্ধ করলে ক্ষুব্ধ হয়ে উঠেন চারজনের সিন্ডিকেটের ওই চক্রটি। তারা ওই দু’জন ডিলারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দেয়াসহ নানা ষড়যন্ত্র করছে এবং প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৫জানুয়ারী মোজাহার আলী ও তার লোকজন সারের দোকানে এসে ডিলার আব্দুর রশিদকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পরেরদিন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। এতে ওই চক্রটি আরো ক্ষিপ্ত হয়ে ১২জানুয়ারী বিকেলে সুখানপুকুর বাজারে অভিযোগ প্রত্যাহারের দাবীতে জমিজমা নেই এমনসব ভাড়াটিয়া লোকজন নিয়ে ডিলারদের বিরুদ্ধে মানববন্ধন করে। স্থানীয় এই অসাধু চক্রের হাত থেকে রক্ষা পেতেই প্রশাসনের সহযোগিতা চেয়ে এই সংবাদ সম্মেলন। এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান বলেন, ‘সুখানপুকুরে সারের কোন সংকট নেই। পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে সুখানপুকুরে কে কে ডিলারদের ভয়ভীতি দেখিয়ে অযথায় বেশি করে পটাশ সার উত্তোলন করেছে সেই ডকুমেন্ট আমাদের কাছে সংরক্ষণে রয়েছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুখানপুকুর এলাকার কৃষক আব্দুল হক, রিপন মিয়া, খোরশেদ আলম, জিয়াউর রহমান, আমজাদ হোসেন, আবুল কাশেম প্রামানিক, তোফাজ্জল প্রাং, লুৎফর মন্ডল, আব্দুল হান্নান, আমিনুল ইসলাম, আইয়ুব আলী সরকার, মোস্তাফিজার সরকার প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন