প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩ ২৩:৩২

নন্দীগ্রামে সরিষার জমি থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
নন্দীগ্রামে সরিষার জমি থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার নন্দীগ্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কাথম বেরাগাড়ী এলাকার সরিষাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেরাগাড়ী এলাকায় সরিষার জমিতে অজ্ঞাতনামা নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় এক কৃষক ৯৯৯-এ ফোন করেন। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ২২ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই নারীর পরনে কালো রঙের বোরকা এবং গোলাপি রঙের ওড়না ছিল। এ ছাড়া তার হাতে মেহেদি দিয়ে 'বি+এস' লেখা ছিল। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, 'সংবাদ পেয়ে সরিষার জমি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুটি রহস্যজনক। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব দ্রুত মূল রহস্য উদঘাটন করা যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে