প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ২০:৫১

দুপচাঁচিয়ায় তাঁত মেশিনে অগ্নিকান্ড ॥ সাড়ে ৩লাখ টাকার ক্ষতি

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় তাঁত মেশিনে অগ্নিকান্ড ॥ সাড়ে ৩লাখ টাকার ক্ষতি

দুপচাঁচিয়ার পল্লীতে তাঁত মেশিনে অগ্নিকান্ডে মেশিন ও সুতা পুড়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার সদর ইউনিয়নের ডাকাহার গ্রামের রুহুল আমিনের তাঁত মেশিনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত রুহুল আমিন জানান, শীত মৌসুম শুরু হওয়ায় প্রতিদিনের ন্যায় তার তাঁত মেশিনে উলের চাদর তৈরি করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে তার তাঁত মেশিনে বিদ্যুতের সর্টসার্কিট হয়ে স্ফূলিঙ্গ বের হতে থাকে। স্ফুলিঙ্গগুলি উলের চাদর তৈরির সুতার উপর পড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তাৎক্ষনিকভাবে স্থানীয়দের সহায়তায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে ও পানি দিয়ে আগুন নিভে ফেলে। এরই মধ্যে ৬’শ পিচ চাদর তৈরির উলের সুতা, ২’টি ডিজাইন সেটিং ও দু’টি পাওয়ার লুম মেশিন আগুনে পুড়ে যায়। এতে তার আনুমানিক সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন। তিনি আরও জানান, ব্র্যাক ব্যাংক ও তাঁত বোর্ড অফিস থেকে ঋণ নিয়ে তিনি এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। একদিকে ঋণের বোঝা অন্যদিকে মেশিন মেরামত করে উৎপাদনে যেতে আরও দুই মাস সময় লাগবে। এতে করে আমি ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখিত হয়েছি। 
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রুহুল আমিন দীর্ঘদিন থেকেই এ ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে এ অগ্নিকান্ডে তিনি ক্ষতির সম্মুখিন হয়েছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন                 

 

উপরে