প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ২১:০১

শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

শেরপুর(বগুড়া)প্রতিনিধি
শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায় গ্যাস ট্যাবলেট খেয়ে জিসান (২২) ও ফারজানা আক্তার মিম (১৯) নামে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের গোলজার হোসেনের মেয়ে ফারজানা আক্তার মিমের পৌর শহরের হাজিপুর এলাকার বেল্লাল হোসেনের ছেলে জিসানের সাথে ১ বছর আগে বিয়ে হয়। বিয়ে পর থেকে তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মান অভিমান চলছিল। ঘটনার দিন সকালে তারা শুভগাছা গ্রামে মিমদের বাড়িতে যায়।

সেখান থেকে দুপুরে পৌর শহরের হাজিপুর নিজ বাড়িতে এসে বিকেল ৪টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হলে পরিবারের লোকজন তাদের অসুস্থ্য অবস্থায় প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা ৬টার দিকে স্ত্রী ফারজানা আক্তার মিম মারা যান। এর ১৫ মিটিন পর স্বামী জিসানও মারা যান। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন                 

উপরে