প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩ ২৩:০৩

রাণীনগরে মাদকের পাওনা টাকার জেরে যুবককে ছরিকাঘাত

অনলাইন ডেস্ক
রাণীনগরে মাদকের পাওনা টাকার জেরে 
যুবককে ছরিকাঘাত

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের পাওনা টাকাকে কেন্দ্র করে সুজন হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এসময় স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে। আহত সুজন ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। আহত যুবক সুজন হোসেন মুঠো ফোনে বলেন,একই গ্রামের অম্বর আলীর ছেলে নয়ন হোসেনের নিকট থেকে ৪/৫ দিন আগে বাঁকীতে ইয়াবা ট্যাবলেট নিয়ে সেবন করেন। এর পর রোববার সন্ধার পর সুজন ও প্রতিবেশি জামিল হোসেন বাড়ী ফেরার সময় নয়নের সাথে দেখা হলে মাদকের পাওনা ৩০০টাকার দাবি করে। পাওনা টাকা দুই/একদিন পর দিবো জানালে সাথে সাথে নয়ন ছুরি দিয়ে হাতে ও পিঠে আঘাত করে। এসময় সাথে থাকা জামিলকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় নয়ন। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।জামিল হোসেন বলেন,ঘটনার সময় আমিও সুজনের সাথে ছিলাম। সুজন নয়নের 
কাছ থেকে বাঁকীতে মাদক নিয়েছিল। ওই টাকা দিতে দেরি হওয়ায় সুজনকে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। তাদের থানায় আসার কথা কিন্তু এখনো কেউ থানায় আসেনি বা কোন অভিযোগ করেনি। তার পরেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন                 

উপরে