প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২১:৫৯

গাবতলীতে এক বীর মুক্তিযোদ্ধার ৯শতক জমি জবর দখল

থানায় লিখিত অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে এক বীর মুক্তিযোদ্ধার 
৯শতক জমি জবর দখল

বগুড়ার গাবতলীতে আলহাজ্ব আবু সাঈদ (৬৮) নামের অসহায় এক বীর মুক্তিযোদ্ধার ৯শতক জমি জবর দখল করলো প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 
জানা গেছে, গাবতলীর সুখানপুকুর গ্রামের মৃত হযরত আলী সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সাঈদ বিগত ২০০৩সালে ক্রয়সূত্রে ১৫শতক আবাদী জমি ভোগদখল করে আসছে। কিন্তু একই গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে লাঠি, ফালা, হাসুয়া, বটি, রামদা, লোহার রড ইত্যাদি ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে হামলা চালায়। হামলাকারীরা ১৫শতক জমির মধ্যে ৯শতক জমিতে বিভিন্ন গাছ-গাছরা লাগিয়ে বাঁশের ঘেড়া দেয় এবং একটি টিনের চালাঘর উত্তোলন করে। এ সময় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সাঈদ বাদী হয়ে জমি দখলকারী শফিকুল, রফিকুল, আ: রশিদ, সুফিয়া, হাছেন আলী, সোহেল, আ: রহিম, সোহান, জিল্লুর ও রমজানকে অভিযুক্ত করে ৭/৮জনকে অজ্ঞাত বলে গতকাল গাবতলী মডেল থানায় একটি  লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন                 

 

উপরে