প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ২২:০৩

বগুড়ায় ভবনের বিম ভেঙ্গে পড়ে শ্রমিকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ভবনের বিম ভেঙ্গে
পড়ে শ্রমিকের মৃত্যু

বগুড়া শহরের জলেশ^রীতলায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে মাথায় পড়ে শ্রী শংকর (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের জলেশ্বরীতলা এলাকার বগুড়া সিটি সেন্টারে নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় দুর্ঘটনায় নিহত শ্রমিক শংকর শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার বিশ্বনাথের ছেলে।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শাহিনুজ্জামান জানান, বগুড়া শহরের জলেশ^রীতলার বগুড়া সিটির সাততলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় কাজ করছিল একদল শ্রমিক। নিচতলায় শ্রমিকেরা একটি ঘরের দেয়াল ভাঙ্গার সময় হঠাৎ করে একটি বিম ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়া বিমের নিচে নির্মাণ শ্রমিক শংকর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন                 

উপরে