প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩ ২২:২১
নামুজায় গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা!
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া সদরের নামুজায় গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। জানা যায়, নামুজা এসএসআই ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মাওঃ শহিদুল ইসলাম (৫৮) গতকাল শুক্রবার সকাল অনুমান ৮টায় নামুজা ইউপির ঠাকুরপাড়া নিজ বাড়ীর শয়ন ঘরে বাঁশের তীরের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। বগুড়া সদর থানার এসআই মন্তাজ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে তিনি বেশকিছু দিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য যে, মাওঃ শহিদুল ইসলাম নামুজা ইউনিয়ন জামায়াতে ইসলামী সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন