প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২১:৪৩

নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামে ডা. চয়েন উদ্দিন স্মৃতি পাঠাগার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিইও ও সচিব (পিপিপি) ড. মুশফিকুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গামা, সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেন, ডা. আব্দুল হাই, ডা. সূপর্ণা আহমেদ, ডা. শাইখ আহমেদ রিংকু, ডা. জাহান সাদিয়া, সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক জাকারিয়া লিটন। উল্লেখ্য মরহুম ডা. চয়েন উদ্দিনের জেষ্ঠ্যপুত্র মরহুম মনছুর রহমান ও তাঁর বধু মরহুমা জায়েদা বেগমের নামে তাঁর সন্তানগণ মেধাবী শিক্ষার্থীদের অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে গত ১৩ ডিসেম্বর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গ্রহণ করেন। উক্ত শিক্ষাবৃত্তির মাধ্যমে মনোনীত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।   

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন 

উপরে