বাংলাদেশ ৮৮'র দ্বিতীয় বর্ষপুর্তি পালন

অত্যন্ত আন্তরিক বন্ধুত্বপূর্ণ পরিবেশে এবং বগূড়া জেলার ৮৮'র বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে বগুড়া জেলা প্যানেল বাংলাদেশ ৮৮'র দ্বিতীয় বর্ষপুর্তি পালন করে। বগূড়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কাটা ও চা চক্রের পুর্বে বগুড়া জেলা প্যানেলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা হয় এবং বাংলাদেশ ৮৮' র সকল বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বাংলাদেশ ৮৮ বগুড়া জেলা প্যানেলের আয়োজনে আগামীতেও বগুড়া প্যানেল সুন্দরভাবে এর বিস্তৃতি ও বিভিন্ন পরিকল্পনার কথা ব্যাক্ত করা হয়। বগূড়া জেলার এই আয়োজনের জন্য পরিবেশ ফোরাম থেকে প্রেরিত কাপড়ের ব্যানারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিভিন্ন ভাবে বগুড়ার পাশে থাকার জন্য চ্যারিটি ফোরামকে ধন্যবাদ দেয়া হয়। ধন্যবাদ জ্ঞাপন পুর্বক সবার সুস্বাস্থ্য ও মংগল কামনা করে বগুড়া জেলা প্যানেলের সমন্বয়ক দোদুল হাসান সুন্দর এই আয়োজনের সমাপ্তি ঘোষনা করে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন