প্রকাশিত : ৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৫৬

বগুড়ায় ধর্ষণের চেষ্টাকালে গোপনাঙ্গ কেটে হত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ায় ধর্ষণের চেষ্টাকালে গোপনাঙ্গ কেটে হত্যা

বগুড়ার শিবগঞ্জে আত্মহত্যা প্রবণতা বেড়েই চলছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ প্রশাসনের সকল পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। ইতিমধ্যে কয়েক দিনের মধ্যে ৪টি খুন ৫টি আত্মহত্যা ঘটনা ঘটেছে। ইতিমধ্যে গত একদিনের ব্যবধানে আবারও ২ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামের হারেজ এর ছেলে নিহত এরশাদুল (৩৫) উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছী গ্রামের রুবেল এর স্ত্রী কে একই গ্রামের এরশাদুল ইসলাম মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু ওই গৃহবধূ তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করতে থাকে। একপর্যায়ে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গৃহকর্তা রুবেল বাড়িতে না থাকায় দৈহিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে এরশাদুল ইসলাম জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে সুকৌশলে রুবেলের স্ত্রী মিনতি বেগম (২৭) নিজের সম্ভ্রম রক্ষার্থে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কর্তন করে। আহত যুবক ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিলে সেখানে তার মৃত্যু হয়। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, এরশাদুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গৃহবধু মিনতি বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে