প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:৫২

বগুড়ায় মৃত কর্মচারীর পরিবারের পাশে দাঁড়ালো আইটেল ও মোবাইল ব্যবসায়ীরা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় মৃত কর্মচারীর পরিবারের পাশে
দাঁড়ালো আইটেল ও মোবাইল ব্যবসায়ীরা

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে প্রাণ হারানো বগুড়ায় কর্মরত আইটেল মোবাইল কোম্পানীর এসআর আল-আমিন সবুজের পরিবারের পাশে দাঁড়িয়েছে সকল মোবাইল ব্যবসায়ীগণ এবং আইটেল কোম্পানী। বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের আল-আমিন কমপ্লেক্সের ৩য় তলায় ডিলার হাউজে সবুজের পরিবারের সদস্যদের হাতে ৬ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

জেলার সকল মোবাইল ব্যবসায়ীদের পক্ষে অনুদানের এই চেক মৃত: সবুজের স্ত্রী স্বরণী আক্তার এবং সবুজের ছোট ভাই সেলিম আহম্মেদ সজীবের হাতে তুলে দেন জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়। এসময় শেখর বলেন, ঘুড়তে গিয়ে গত বছর ২৩ আগস্ট কুয়াকাটায় সবুজের অকাল মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। সবুজের মৃত্যুতে তার পরিবারের উপর নানা প্রতিবন্ধকতা নেমে এসেছে। এছাড়াও তার একটি ১৬ মাসের কণ্যা সন্তানও রয়েছে তাই তার ভবিষ্যতের কথা চিন্তা করে সকল মোবাইল ব্যবসায়ীগণ এবং আইটেল এর যৌথ প্রচেষ্টায় তারা এই মানবিক উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, মালিক কর্মচারীর সম্পর্ক হতে হবে ভরসা ও আস্থার যা শুধু জীবিত অবস্থায় নয় মারা যাওয়ার পরও সকলের রক্ষা করা উচিত। 
আইটেল মোবাইল কোম্পানীর সিইও রেজওয়ানুল হক, চীফ ওপারেটিং অফিসার শ্যামল সাহা ও হেড অব সেলস্ শফিউল আলমের নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার শান্ত কুমার দাস, আইটেল বগুড়ার ডিলার প্রণব সরকার, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ আলতাফ হোসেনসহ প্রমুখ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে