বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে বার্ষিক শিক্ষা সমাবেশ ও সমাবর্তন

বগুড়ার শাজাহানপুরে স্বপ্নপূরণ স্কুলে শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সমাবেশ ও সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মানিকদিপা স্বপ্নপূরণ বিদ্যালয়টির প্রাঙ্গনে ৩'শতাধিক শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি এ আয়োজন করা হয়।
ইনডিপেনডেন্ট টেলিভিশন উত্তরাঞ্চল প্রধান ও বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিবুর রহমান বিলু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হোসাইন মোঃ রাকিবুর রহমান,উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী,আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান,মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি খোরশেদ আলম,এস আই আরিফুর ইসলাম,উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন মনির,উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন,ইউপি সদস্য আব্দুল বাছেদ রঞ্জু,যুবলীগ নেতা শাহাদাত হোসেন,সেলিম রেজা,মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা সভাপতি আজফারুল হাবিব সুমন,মোশাররফ হোসেন সহ সকল শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের বার্ষিক সমাবেশ আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্বপ্নপূরণ স্কুলে পরিচালক মিজানুর রহমান।
বার্ষিক শিক্ষা সমাবেশ স্বপ্নপূরণ স্কুল গুলোতে মান সম্মত পড়াশোনার পরিবেশ উন্নয়নকল্পে শিক্ষিকাদের দিকনির্দেশনা ও পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য-স্বপ্নপূরণ স্কুলটি শহরের পাশাপাশি গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে ১৪ টি শাখা কেন্দ্রে মাধ্যমে সুনামের সহিত পাঠদান পরিচালনা করছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন