প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৫১

ধুনটের একটি কলেজের কেউই পাস করেনি!

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটের একটি কলেজের
কেউই পাস করেনি!

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী কলেজের কেউই পাস করতে পারেনি। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষায় ৬জন শিক্ষার্থী অংশ নিলেও তারা সবাই ফেল করেছে।

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী এতথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ডে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯টি। তন্মধ্যে বগুড়া জেলার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী কলেজ ও কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ। এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষায় মোট ১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। কিন্তু তারা সবাই ফেল করেছে। 
  
বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার জানান, ‘আগে অন্য কলেজে পার টাইম শিক্ষকতা করেছি। পরে এই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়েছি। কলেজের পাঠ দানের অনুমতি রয়েছে। এমপিও ভুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে।’

তবে ওই কলেজের শিক্ষকসহ ২৪ জন স্টাফ কাগজ কলমে থাকলেও কোন শিক্ষার্থী ভর্তি হতে চায় না সেখানে। ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে মাত্র ৬জন শিক্ষার্থী অংশ নিলেও তারা সবাই ফেল করে।  

এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে