নন্দীগ্রামে প্রতিপক্ষের জায়গার উপর জোরপূর্বক ঘর করার চেষ্টা থানায় অভিযোগ

নন্দীগ্রামে প্রতিপক্ষের জায়গার উপর জোরপূর্বক ঘর করার চেষ্টায় থানায় অভিযোগ করা হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র নুরুল ইসলাম চাপিলাপাড়া মৌজার ২২০ দাগের ৩৫ শতক পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছে উক্ত সম্পত্তির বিষয় নিয়া একই গ্রামের মৃত অবে মন্ডলের পুত্র খোরশেদ আলী, হালিম হোসেন,আজিম হোসেন হঠাৎ করে আমার উক্ত পৈত্রিক সম্পত্তির উপর টিনের বেড়া দিয়ে জোর পূর্বক দখল করার পাইতারা করছে, আমি বিষয়টি জানতে পারলে আমি ও আমার পিতা টিনের বেড়া না দেওয়ার জন্য নিষেধ করতে গেলে বিবাদীগণ আমাকে ও আমার পিতাকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি ও আমার পিতা বিবাদীগণদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ আমাকে মারপিট সহ প্রাণনাশ ঘটাবে বলে হুমকি প্রদান করে। বর্তমানে আমি ও আমারা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে বাদী নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নিজ দখলিয় জায়গার উপরে জোর পূর্বক ঘর করলে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হইবো, অপরদিকে বিবাদী খোরশেদ আলম এর সাথে কথা বললে তিনি জানান, জায়াগার কোনো দলিল নেই তবে জায়গাটি আমার প্রয়োজন, এ বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নন্দীগ্রাম থানা পুলিশ সরেজমিনে গিয়ে খোরশেদ আলীকে উক্ত জায়গায় ঘর নির্মান না করার জন্য নির্দেশ প্রদান করে
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন