দুপচাঁচিয়ায় সপ্তম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

‘নেতৃত্ব বিকাশে স্কাউটিং’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়ায় ৫দিন ব্যাপী সপ্তম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে। গত ১৪ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে এ স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। পরে স্কাউটস এর উপজেলা সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা স্কাউটস সম্পাদক মাসুদ রানা, তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল আলম টপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এ স্কাউটস সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস এর ৩৩টি ইউনিটের শিক্ষার্থী অংশ নেয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন