নন্দীগ্রামে সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজরুলে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনেই স্থানীয় এক প্রসূতি মায়ের সিজার সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সরকারি হাসপাতালে ফিতা কেটে অপারেশন থিয়েটার উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য, জেলা জাসদ সভাপতি ও ১৪ দলের নেতা একেএম রেজাউল করিম তানসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অতিঃ) মো. আব্দুল জোব্বার, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবাসিক মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ লিটন, হাসপাতালের ডাঃ জিল্লুর রহমান, ডাঃ চিত্রলেখা কুন্ডু, ডাঃ নফিছা খাতুন, ডাঃ শামিউল হক, ডাঃ ফরহাদ করিব, ডাঃ জ্যোর্তিময় কবিরাজ, ডাঃ মুক্তি বালা প্রমুখ। এরআগে নবনির্বাচিত এমপি রেজাউল করিম তানসেন হাসপাতাল পরির্দশনকালে রোগীদের সাথে কথা বলেন। রোগীদের চিকিৎসা বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা দেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন