প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৩২

বগুড়া সংশপ্তক থিয়েটারের পহেলা ফাল্গুন পালন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া সংশপ্তক থিয়েটারের 
পহেলা ফাল্গুন পালন

তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে- এই কামনা করে বগুড়ায় সংশপ্তক থিয়েটার পহেলা ফাল্গুন বরণ করেছে। মঙ্গলবার বিকালে বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে পহেলা ফাগুন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, নান্দনিক  নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুর, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। সভাপতিত্ব করেন সংশপ্তক থিয়েটারের সহ সভাপতি নিভা সরকার পূর্ণিমা। স্বাগত বক্তব্য রাখেন সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। নৃত্যানুষ্ঠান আবৃত্তি, প্রেমের কবিতা পাঠ। বসন্তের সেরা জুটি নির্বাচন। আনন্দ শোভাযাত্রা ও ফানুস উড়িয়ে সকলের শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে