প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৩৫

বগুড়া থিয়েটার আইডিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে শিশু সমাবেশ

ষ্টাফ রিপোর্টার
বগুড়া থিয়েটার আইডিয়ার 
প্রতিষ্ঠা বার্ষিকীতে শিশু সমাবেশ

বগুড়ায় থিয়েটার আইডিয়ার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শিশু সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন আনন্দকণ্ঠের সভাপতি এ.বি.এম জিয়াউল হক বাবলা, থিয়েটার আইডিয়ার উপদেষ্টা সাদেকুর রহমান সুজন, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব। সভাপতিত্ব করেন থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পূর্ণিমা। 

আলোচনা শেষে কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গিত ও নাটক পরিবেশন করে শিশুরা। এসময় শিশুদের বেশ আনন্দ করতে দেখা যায়। শিশুদের উপযোগী করে নাটকটির রচনা করেছেন আমির খসরু সেলিম ও নির্দেশনা দিয়েছেন সাদেকুর রহমান সুজন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে