প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:১৫

গাবতলীর পোড়াদহ মেলায় গ্যারেজ ভাড়ার নামে অতিরিক্ত অর্থ হাতিয়েছে একটি চক্র

অনলাইন ডেস্ক
গাবতলীর পোড়াদহ মেলায় গ্যারেজ ভাড়ার 
নামে অতিরিক্ত অর্থ হাতিয়েছে একটি চক্র

উৎসবমুখর পরিবেশে পূর্ব বগুড়া তথা গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা সম্পন্ন হলেও গ্যারেজ ভাড়ার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্র। এই চক্রের মধ্যে অধিকাংশই রয়েছে উৎশৃঙ্খল ও কিশোর গ্যাং এর সদস্য। যারা অতিরিক্ত অর্থ দিতে বিলম্ব করেছে তাদেরকেই পড়তে হয়েছে চরম হয়রানীতে। 
একাধিক সূত্র জানান, গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাকে লক্ষ্য করে স্থানীয় কিছু যুবকরা দলে দলে বিভিক্ত হয়ে রাস্তার মোড়ে মোড়ে অন্যের জায়গা-জমি একদিনের জন্য ভাড়া নিয়ে গাড়ী (যানবাহন) পার্কিং এর ব্যবস্থা করে। কিন্তু মেলায় আগত বিভিন্ন যানবাহন মালিকরা তাদের গাড়ীটি নিরাপদে রাখার জন্য ওই গ্যারেজ গুলিতে গাড়ী রেখেই ভাড়ার নামে গুন্তে হয়েছে অতিরিক্ত অর্থ। মোটর সাইকেল প্রতি নেয়া হয়েছে ৫০টাকা, সিএনজি ও ভ্যান-রিক্সা থেকে নেয়া হয়েছে ১’শ থেকে ১’শ ৫০টাকা, কার-মাইক্রো থেকে নেয়া হয়েছে ২’শ থেকে আড়াই শত টাকা পর্যন্ত। এতে করে চরমভাবে ক্ষুব্ধ হয়েছে যানবাহন মালিকরা। ভুক্তভোগীরা বলেন, মেলা পরিচালনা কমিটির অব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ দিতে হয়েছে গ্যারেজ মালিকদের। এ ব্যাপারে একাধিক গ্যারেজ মালিকের সঙ্গে কথা বললে তারা বলেন, শুধু সাধারণ যানবাহন মালিক নয় প্রশাসনের লোকজনের কাছ থেকেও এভাবেই টাকা নেয়া হয়েছে। এ ব্যাপারে মেলা পরিচালক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, গ্যারেজ ভাড়ার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি আমার জানা ছিল না।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে