বগুড়ায় বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে টিটিসি অফিস চত্বরে বুধবার রাতে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আমাদের মন ও শরীর দুটিকেই সুন্দর রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম ও বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী।
ফাইনাল খেলায় ২টি দল অংশগ্রহণ করে। বগুড়া জেলা পুলিশ এবং জেলা শিক্ষা অফিস। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেলা শিক্ষা অফিস চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্স আপ দলকে ৫ হাজার টাকার প্রাইজ মানিসহ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন