দেশের উন্নয়নে উদ্যোক্তাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে- বগুড়া জেলা প্রশাসক

বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন, চাকরির পেছনে না ঘুরে প্রশিক্ষণ গ্রহণ করে বেকারদের উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিল্প উদ্যোক্তা হয়ে পন্য উৎপাদন করে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেকারদের প্রশিক্ষন প্রদান করে দক্ষ জনগোষ্ঠি গড়ে তুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বিশে^ উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রগতি ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে উদ্যোক্তাদের অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ৫দিন ব্যাপি শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
বিসিক বগুড়ার ডিজিএম একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মুয়ীদুর রহমান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিলটন, সাধারন সম্পাদক বাচ্চু শেখ ও বিসিক বগুড়ার ডিএম জিন্নাত আরা। উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান ও উৎপাদনের মাধ্যমে পরিপূর্ণ উদ্যোক্তা গড়ে তুলতে অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন