গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার এম.আর.এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক পলাশ রায় পলানের সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মতিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার ও আমিনুল ইসলাম মুক্তা। আরো বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম টিটু, উপজেলা যুবলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তফা হাসান মুন পাইকার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সাক্কাত হোসেন শিমু, সাংগঠনিক সম্পাদক এম.এ হাকিম মতিন, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন পিপুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব, ইউনিয়ন যুবলীগের য্গ্মু আহবায়ক আব্দুল মালেক, জিয়াউল হক রুবেল , ইউনিয়ন যুবলীগের সদস্য মোশিউর রহমান বিপ্লব, অনুপ রায়, আল-মোমিন, ওয়ার্ড যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, দিবাশীষ, মহিদুল, মিনাল, সুমন মহন্ত প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন