প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০৫

বগুড়ায় গীতিচর্চা সঙ্গীতালয়ের বর্ণমালা লেখা প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় গীতিচর্চা সঙ্গীতালয়ের
বর্ণমালা লেখা প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গীতিচর্চা সঙ্গীতালয়ের আয়োজনে শিশুদের বর্ণমালা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বগুড়া শহরের বউ বাজারে গীতিচর্চা সঙ্গীতালয়ের কার্যালয়ে বর্ণমালা লেখা প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দকী, কবি জয়ন্ত দেব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, প্রচার সম্পাদক লুবনা জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিচর্চা সঙ্গীতালয়ের সভাপতি তাপসী দে ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম। বর্ণমালা লেখা প্রতিযোগিতায় প্লে থেকে প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে