দুপচাঁচিয়ায় গুনাহার ইউনিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে গুনাহার ইউনিয়ন কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ফেব্রুয়ারি শনিবার বিকালে তালুচ ওএইচকেএম উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গুনাহার ইউনিয়নের ২নং ওয়ার্ড ১-০গোলে ৫নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের এর সভাপতিত্বে ও ইউপি সদস্য মনোয়ার হোসেন চৌধুরী লিখনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রজমান, গুনাহার ইউনিয়নের সাধারণ ইদ্রিস আলী, লিপ্টন খান, শাহের আলী, আব্দুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য সাথী খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ২০হাজার টাকার ও রানার্স আপ দলকে ১০হাজার টাকার প্রাইজ ম্যানি ও ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন সাজ্জাত হোসেন। তাকে সহযোগিতা করেন মাহদুদুল হক শিপন ও আয়নাল হক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন