দুপচাঁচিয়ায় এসিআই সীডের উদ্যোগে আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় এসিআই সীডের উদ্যোগে ভ্যালেনসিয়া জাতের আলুর মাঠ দিবস পালিত হয়েছে। গত ১৯ফেব্রুয়ারি রোববার বিকালে পাওগাছা আলুর মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা কৃষক ফরিদ উদ্দিন সরদারের সভাপতিত্বে ও এসিআই সীডের এরিয়া ম্যানেজার মোহাম্মদ নূরুন্নবীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিআই সীডের সেলস ম্যানেজার ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিআই সীডের ডিলার সাজ্জাদ হোসেন সাজু, সেলস অফিসার অজয় কুমার ঘোষ, কৃষক সোয়াইব হোসেন, মোতালেব হোসেন, আকরাম হোসেন, নাসির উদ্দিন, আব্দুস সাত্তার প্রমুখ। এসময় এলাকার কৃষক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভ্যালেনসিয়া জাতের আলু প্রতি বিঘায় ৮০ থেকে ১’শ মণ উৎপাদন হয়ে থাকে। এ আলু চাষে রোগ বালাই কম হয়, উৎপাদনের সময় কম লাগে এবং বাজারে মূল্য বেশি পাওয়া যায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন