প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:৪০

বগুড়ায় পাঠকপণ্য পাঠশালার কবিতার আসর অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় পাঠকপণ্য পাঠশালার
 কবিতার আসর অনুষ্ঠিত

সাহিত্যের সংগঠন বগুড়া পাঠকপণ্য পাঠশালার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের চেলোপাড়াস্থ পাঠকপণ্য পাঠশালা সভাঘরে এই কবিতা আড্ডায় তরুণদেরকে কবিতামুখি করা এবং নতুন পাঠক সৃষ্টি করার বিষয়ে মতামত প্রদান করা হয়। কবিতা আসরে বিভিন্ন কবির কবতিা নিয়ে আলোচনার পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবিগণ। এতে অংশগ্রহণ করেন কবি খৈয়াম কাদের, কবি মীর এনামুল হক, কবি সাহেব মাহমুদ, কবি সাহাব উদ্দিন হিজল, কবি জীবন সাহা, কবি মাহমুদ হোসেন পিন্টু, কবি আব্দুল্লাহ ইকবাল, অভিনেতা আব্দুল্লাহেল কাফি তারা, অভিনেতা সাদেকুর রহমান সুজন, অভিনেতা নিভা সরকার পূর্ণিমা, কবি আজিজার রহমান তাজ, কবি আব্দুল খালেক, কবি এইচ আলিম, কবি লুবনা জাহান, কণ্ঠশিল্পী জিনাত জেরীন টিউন, কবি অনামিকা রায়, কবি আব্দুর রাজ্জাক রঞ্জু, মোছাঃ রহিমা খাতুন, আভা সরকার, ছায়া দেবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে