শাজাহানপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

বগুড়ার শাজাহানপুরে সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
অত্র বিদ্যালয়ের সভাপতি ও আড়িয়া ইউনিয়ন যুবলীগের লীগের সভাপতি মতিউর রহমান বকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমিনুল ইসলাম,সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিন,সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম,বার আঞ্জুল বালিকা দাখিল মাদ্রাসার সুপার গোলাম আযম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,যুবলীগ নেতা আরিফুল ইসলাম,সহকারী শিক্ষক ফজলুল হক,গোহাইল ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান,আব্দুল আলিম ইমরুল হোসেন আবু তালহা সহ শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক,স্থানীয় যুব সমাজ, বিশিষ্ট ব্যক্তি, বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লেতে উপভোগ করেন দর্শনার্থীরা।খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করে।
পরে প্রধান অতিথি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন