প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০০:০৭

বগুড়ায় বইমেলায় তরুণদের ভিড়

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বইমেলায় তরুণদের ভিড়

বগুড়া বইমেলায় নতুন নতৃুন বইয়ের সমাহার বৃদ্ধি পেয়েছে। ঢাকার বিভিন্ন প্রকাশনীর নতুন নতুন বই পাওয়া যাচ্ছে বগুড়ার বইমেলায়। বুধবার বগুড়া বইমেলায় তরুণদের ভিড় দেখা গেছে। তরুণ পাঠকরা তাদের পছন্দের বিভিন্ন বই সংগ্রহ করেছে। নতুন পাঠকরা বইমেলায় আসায় ছিল উপচে পড়া ভিড়। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বইমেলা শুরু হয়েছে। এবারের বইমেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে। বইমেলায় নতুন বইয়ের সঙ্গে ঢাকা থেকে ৩টি প্রকাশনী এসেছে বইমেলায়। বগুড়ার লেখকদের নিয়ে বগুড়া লেখক চক্র ও সাহিত্য জিজ্ঞাসা নামের দুটি স্টল স্থান পেয়েছে। এই দুটি স্টলে বগুড়ার লেখকদের বই পাওয়া যাচ্ছে। বইমেলার নির্ধারিত আলোচক ছিলেন দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সম্পাদক আব্দুল সালাম বাবু। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক মাহবুববর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোটের সহ সভাপতি হাকীম এম এ মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির,  এসএম বেলালাল হোসেন, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়। এদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য ছন্দম আর্টস একাডেমি, হিন্দোল একাডেমি, ফাল্গুনী থিয়েটার, মৌসুমি নৃত্যাশ্রম। বিকালে সঙ্গিত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আব্দুল আউয়াল, কবিতা আবৃত্তি করেন এইচ আলিম ও রবিউল আলম অশ্রু।  
বগুড়া বইমেলার তৃতীয় দিনে একটি লিটিল ম্যাগ ও একটি উপন্যাস এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মতিয়ার রহমান সম্পাদিত লিটিল ম্যাগ একতারা এর মোড়ক উন্মোচন করা হয়। পরে আব্দুর রাজ্জাক বকুলের উপন্যাস মেয়ে এর মোড়ক উন্মোচন করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। এসময় বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক উপস্থিত ছিলেন। বইমেলায় নিউজ কর্ণার পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে নঈম হাসানের কিশোর মানিকের মুক্তিযুদ্ধ ও ইশা প্রকাশন থেকে গল্পকার অনন্য রফিক এর মধ্যম পুরুষ। বগুড়া বইমেলার ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে