প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৪৬

শাজাহানপুরে গার্ল গাইডস্ এসোসিয়েশন ডে-ক্যাম্প

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে গার্ল গাইডস্ এসোসিয়েশন ডে-ক্যাম্প

বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ৪র্থ  অধিবেশন ডে-ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি মাদলা চাঁচাইতারা উচ্চ বিদ্যালয়ে মাঠে বেলুন উড়িয়ে ৪র্থ অধিবেশন ডে-ক্যাম্প শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম সভাপতিত্বে ও গার্ল গাইডস্ এসোসিয়েশন শাজাহানপুর আঞ্চলের কমিশনার অঞ্জনা রাণী ঘোষ সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধক জেলা শিক্ষা অফিসার হয়রত আলী,বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী,বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী আঞ্চলের কমিশনার সিরাজুম মুনিরা,দৈনিক করতোয়া পত্রিকা বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য সংকর,মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,
মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা দিলরুবা,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান মোনায়েম,আবু রায়হান সহ গার্ল গাইডস্ সদস্যগণ উপস্থিত ছিলেন। 


দিনব্যাপী ৪র্থ গার্ল গাইডস্  ডে-ক্যাম্প শুভ উদ্বোধন,পতাকা উত্তোলন,বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা ও হলদে পাখি সম্প্রসারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এবারে উপজেলার ২০০ জন গার্ল গাইডস্ অংশগ্রহণ করেন। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে