প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০০:০৬

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী জয়িতাকে বিশেষ ল্যাপটপ প্রদান

সোহেল আক্তার মিঠু শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দৃষ্টি
প্রতিবন্ধী জয়িতাকে বিশেষ ল্যাপটপ প্রদান

শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী ঢাকা জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী মিফতাহুল জান্নাত জয়ীতা অর্নেষণে বাংলাদেশ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি প্রাক-প্রাথমিক এ সহকারি শিক্ষিকা হিসাবে নিয়োগ পেয়েছেন। শিক্ষার্থীদেরকে সহজ পাঠদানের জন্য এবং তার নিজের পাঠাদানের সুবিধার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে ল্যাপটপ প্রদান করা হয়। 
বৃহস্পতিবার  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা আনুষ্ঠানিক ভাবে এ ল্যাপটপ প্রদান করেন। মিফতাহুল জান্নাত জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। সে উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের  আব্দুস সালামের কন্যা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, তথ্য কর্মকর্তা রোমানা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান,সহকারি প্রকৌশলী নেসকো মেহেদী হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা সহকারি প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, আসিফ মাহমুদ মিল্টন, শফিকুল ইসলাম শফি, আহসান হাবিব সবুজ, আব্দুল মোত্তালেব, জাহিদুল ইসলাম, আবু জাফর, এসকেন্দার আলী সাহানা। 

 শিবগঞ্জে আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত  
সোহেল আক্তার মিঠু যায়যায়দিন শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান,সহকারি প্রকৌশলী নেসকো মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, আসিফ মাহমুদ মিল্টন, শফিকুল ইসলাম শফি, আহসান হাবিব সবুজ, আব্দুল মোত্তালেব, জাহিদুল ইসলাম, আবু জাফর, এসকেন্দার আলী সাহানা। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে