প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:২৫

বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আকতার জাকির নন্দীগ্রাম বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ড হতে এ গণসংযোগ শুরু করেন। গোলাম আকতার জাকির সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দোকানি ও সাধারণ মানুষের হাতে ২০২৩ইং সালের ক্যালেন্ডার তুলে দেন। এসময় বিএনপি নেতা আব্দুস সালাম, যুবদল নেতা রাশেদুল বারী মহব্বত, জহুরুল ইসলাম, সেলিম চৌধুরী, সেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা মাসুদ রানা ও মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে