প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৩৩

পাঠকের পদ চারণায় মুখরিত বগুড়া বইমেলা শেষ হচ্ছে আজ

ষ্টাফ রিপোর্টার
পাঠকের পদ চারণায় মুখরিত 
বগুড়া বইমেলা শেষ হচ্ছে আজ

সাংস্কৃতিক কর্মী আর পাঠকের পদ চারণায় মুখরিত বগুড়া বইমেলা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন। এদিন তিনি দুপুরের পর থেকে বগুড়া বইমেলায় থাকবেন। তিনি পাঠকের সঙ্গে সরাসরি কথা বলবেন। 

জাতীয় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট’র আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বগুড়া পৌরসভার  সহযোগিতায় ৯ দিনব্যাপি বইমেলার সোমবার ছিল অষ্টম দিন। বইমেলার শেষের দিকে এসে পাঠকের ভিড় ছিল চোখে পড়ার মত। ৩৫টি স্টলেই ছিল ভিড়। বইমেলা শেষ হয়ে যাচ্ছে বলে পাঠক তার প্রিয় ও পছন্দের বইটি কিনে নিচ্ছেন। একে অপরকে উপহার দিচ্ছেন। বগুড়া বইমেলায় বরাবরই শিশুদের বই সবচেয়ে বেশি বিক্রী হয়েছে। 
বগুড়া বইমেলার অষ্টম দিনে আলোচক ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। কবি নুরুল ইসলাম চৌধুরীর ছোট্টমনিদের বাংলাপড়া বইটির মোড়ক উন্মোচন করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বইটি প্রকাশ পেয়েছে বগুড়া পল্লীকবি জসিমউদ্দিন পরিষদ থেকে। 
দিনিব্যাপী ভিন্নি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির ও বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু, নির্বাহি সদস্য আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়সহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্ধ।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী জানান, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য কথাশিল্পী ইমদাদুল হক মিলন। এজন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হযেছে। তিনি পাঠক ও স্থানীয় লেখকদের সঙ্গে যেন কথা বলতে পারেন সে বিষয়ে একটি বসার ব্যবস্থ্য গ্রহণ করা হয়েছে। বইমেলার সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারি প্রতিটি সংগঠনকে সনদপত্রও বিতরণ করবেন।
সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উচ্চারণ একাডেমী, গীতিচর্চা সঙ্গিতালয়, সুরতীর্থ সংগীত একাডেমি, কলেজ থিয়েটার, শেরপুর থিয়েটার, স্বপনরাঙা খেলাঘর, ডাংগুলী সংগীত বিদ্যালয়, রক্তটিকা খেলাঘর। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে