প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৩৬

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ষ্টাফ রিপোর্টার
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড
কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বর্ণিল নানা আয়োজনে বগুড়ায় সোমবার দিনব্যাপী শহরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সুসজ্জিত মার্চ পাস্ট, মনোমুগ্ধকর ডিসপ্লে এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে গ্রামবাংলার হারিয়ে যাওয়া নানা ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনভর নানা আয়োজন নজর কেড়েছে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত সকল দর্শকের।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার ও প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির সভাপতি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহশিক্ষার বিকল্প নেই। আর এক্ষেত্রে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া জেলার মধ্যে সহশিক্ষা কার্যক্রমে অনবদ্য ভুমিকা পালন করে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মেলে ধরেছে ফুটবল, ক্রিকেটসহ সকল সহশিক্ষা কার্যক্রমে যা প্রশংসনীয়। পুলিশ সুপার অনুষ্ঠানে নিরাপদ বগুড়া গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বগুড়ার সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।    
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সাইরুল ইসলাম। দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে ৮৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে