প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ০১:৩৬

দুপচাঁচিয়ার তালোড়ায় গৌর হরি আশ্রমে ১৬প্রহর ব্যাপী লীলা কীর্তন শুরু

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার তালোড়ায় গৌর হরি আশ্রমে ১৬প্রহর ব্যাপী লীলা কীর্তন শুরু

বিশ্ব শান্তিকল্পে ও মানব জাতির কল্যানে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার ফেঁপিড়া শ্রীশ্রী গৌর হরি(১০৮) গোস্বামী আশ্রমস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আগামী ৪মার্চ শনিবার হতে ১৬প্রহর ব্যাপী লীলা কীর্তন শুরু হবে। এ উপলক্ষে ৩মার্চ শুক্রবার সন্ধ্যায় আমলকী একাদশী তিথির শুভলগ্নে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ শেষে মঙ্গল ঘট স্থাপন। ৪ ও ৫মার্চ শনি ও রবিবার ১৬প্রহর(২দিন ব্যাপী) শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন পরিবেশিত হবে। ৬মার্চ সোমবার দুপুরে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ শেষে মহাপ্রসাদ বিতরণ। ৭মার্চ মঙ্গলবার নগর কীর্তন, দধিমঙ্গল ও মহন্ত বিদায়। লীলা কীর্তন পরিবেশন করবেন সিরাজগঞ্জের শ্রী শচিন্দ্রনাথ গোস্বামী, নন্দীগ্রামের শ্রী বিপুল চন্দ্র সরকার, বগুড়ার চৈতালী রায় ও নওগাঁর শ্রী তপন কুমার প্রামানিক। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে