প্রকাশিত : ৪ মার্চ, ২০২৩ ২৩:১৫

গাবতলীতে সুদের টাকা না পেয়ে গরু কেড়ে নেয়ার অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে সুদের টাকা না পেয়ে
গরু কেড়ে নেয়ার অভিযোগ

বগুড়ার গাবতলীতে সুদের টাকা না পেয়ে বাড়ী হতে গরু ও অটোরিক্সা কেড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনাটি ঘটেছে ৪মার্চ সকালে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে। 
অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত মধ্যমারছেও গ্রামের আবুল কালামের স্ত্রী রেহেনা বেগম (৪৫) তার মেয়ের বিয়ের সময় একই গ্রামের বিনা আকতার (২২) নামের এক মহিলার কাছ থেকে সুদের উপর ১লাখ ১০হাজার টাকা কর্জ নেয়। অঙ্গীকার অনুযায়ী রেহেনা পর্যায়ক্রমে ধারের অর্থ পরিশোধও করতে থাকে। কিন্তু রেহেনার জামাই আমিনুর ইসলামের কাছ থেকে ব্যাটারীচালিত একটি অটোগাড়ী কেড়ে নেয় পাওনাদারের লোকজন। পরবর্তীতে ওই গাড়ী বিক্রি করে ধারের অর্থ পরিশোধ করার বিষয়ে উভয়ের মধ্যে মীমাংসও হয়। এরপরেও ৪মার্চ সকাল ১০টায় ওই পাওনাদাররা বাড়ীতে এসে রেহেনাকে মারপিট করে জখম করে। এ সময় রেহেনার স্বামী আবুল কালাম এগিয়ে এলে তাকেও বেদমভাবে মারপিট করা হয়। যাবার সময় ১লাখ ৮০হাজার মূল্যের বাছুরসহ একটি গরু নিয়ে যায় ওই পাওনাদাররা। এ ঘটনায় রেহেনা বেগম বাদী হয়ে মধ্যমারছেও গ্রামের সম্্রাট, আনিছুর, সোহাগ, রেখা বেগম ও রিনা আকতারকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ প্রসঙ্গে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে