গাবতলীতে বন্ধুকল্যাণ ডায়াগনোষ্টিক সেন্টারের উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের মূল গেটের সামনে ছানা প্লাজার ২য়তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বন্ধু কল্যাণ ডায়াগনোষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকার পিন্টু, পৌর মেয়র সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী পাইকার, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মাষ্টার, ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, উপজেলা ড্রাগ এন্ড কেমিষ্টের সভাপতি রণজিৎ চৌধুরী, বন্ধু কল্যাণ ডায়াগনষ্টিক সেন্টারের সভাপতি আব্দুল মতিন মিল্টন, নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম সোহাগ, সুজন আহম্মেদ, আজিজুল হক, রাহাত হোসাইন, শামছুর হক কালু, রফিকুল ইসলাম, আতোয়ার হোসেন পলাশ, ফজলুর রহমান পলক, মমতাজুর রহমান পিলু, শাখাওয়াত হোসেন, জালাল উদ্দিন ও অপূর্ব গোবিন্দ সাহা। বন্ধু কল্যাণ ডায়াগনোষ্টিক সেন্টারে পরীক্ষা-নিরিক্ষার জন্য এক্সারে মেশিন, ইসিজি মেশিন, আলট্্রাসনোগ্রাফী মেশিন ও প্যাথলোজি বিভাগ রয়েছে। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন