প্রকাশিত : ৪ মার্চ, ২০২৩ ২৩:২৮

বগুড়ায় কোভিড-১৯ কালীন চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় আজ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কোভিড-১৯ কালীন 
চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় আজ

কোভিড-১৯ কালীন সময়ে স্বাস্থ্য সেবায় চ্যালেঞ্জ ও অর্জন এবং সার্বিক স্বাস্থ্য সেবায় সুশাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রোববার ৫ মার্চ সকাল ১০ টায় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হবে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়া এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু, সনাক সভাপতি মাসুদুর রহমান হেলাল, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অত্র কার্যালয়ের কোভিড-১৯ প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহনকারী করোনা যোদ্ধাদের এবং সহযোগিতাকারী প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে